একেলা তুমি সাগর বেলায় ।।। শফিক তপন
—————–
এক সাগর বেলায় পাথরের বুকে ফুটেছে পদ্ম,
গোধূলি লগ্নে সেথা সন্ধ্যার আবীর যাচে সদ্য ।
আকাশে জমেছিল মেঘ, নি:শ্চুপ পড়ন্ত বেলা,
নগ্ন পা মেলে পাথরের বুকে বসে তুমি একেলা ।
যে কথা বলেছো নীরবে বাতাসের কানেকানে,
সে কথা মিশে সাগরের ঐ ঢেউয়ের কলতানে ।
সে কলতান বেঁজে চলেছে আমার দিবা স্বপনে,
আমি মিশে গেছি তোমার শরীর ছোঁয়া পবনে ।
তোমার গন্ধ ভেসে আসে এ মৃদু মৃদু বাতাসে ।
এ মন শুধু হারায় ঐ খোলা খোলা আকাশে,
মনে প্রাণে ধ্যানে যাচে আজ প্রেমের এ লগন,
তোমার ছোঁয়াতে গলে আজ পাথরেরও মন ।
নিঝুম সন্ধ্যার ছায়া নেমেছে ঐ সাগরের বুকে,
কখনো শান্ত কখনো মিষ্টি হাসি তোমার মুখে ।
ক্লান্ত শুভ্র বলাকারা উড়ে চলেছে দূরে বহুদূরে,
তোমার রূপ ছড়িয়ে পড়েছে ঐ যে সাগর জুড়ে ।
——–
শনিবার, ৭ই জানুয়ারী ২০১৭ইং