বিদায়ের অশ্রুজলে হয় অবসান
লক্ষ্মণ ভাণ্ডারী
বিদায়ের অশ্রুজলে হয় অবসান,
বিগতবর্ষের স্মৃতি হয়ে যায় ম্লান।
নববর্ষ আসে তাই হরষিত মন,
পুরাতন বর্ষ করে অশ্রু বিসর্জন।
এ বর্ষে কিবা পেলাম? শুধুই বিষাদ,
নববর্ষে পূর্ণ হবে সব মনোসাধ।
পুরাতন বর্ষ শেষে, নববর্ষ আসে,
বিদায়ের কালে বর্ষ আঁখিজলে ভাসে।
এ বর্ষ চলিয়া যাবে কিছুক্ষণ পরে,
প্রফুল্লিত মন আজি নববর্ষ তরে।
পুরাতন বর্ষ যবে হইবে বিগত,
ইংরাজী নববর্ষে জানাই স্বাগত,
বর্তমান বর্ষ আজি হবে সমাপন,
বর্ষশেষে ভালবাসা করিও গ্রহণ।
বর্ষ বিদায়
– – আমার লেখা কবিতা
রূপ রস ও গন্ধ ময়,
পৃথিবী হতে বিদায় লয়,
পুরাতন বর্ষ শেষ হয়।
কচি নব কিশলয়,
চির সবুজ নাহি রয়,
বর্ষশেষে বৃন্তচ্যুত হয়।
সবুজ বনানী ছায়,
পাখি সব গান গায়,
উত্তরে হিমেল হাওয়া বয়।
মুকুলিত সব আশা,
স্নেহ, প্রেম, ভালবাসা,
জীবনে চির স্মৃতি হয়ে রয়।
পুরাতন বর্ষ বিদায় লয়।
নববর্ষের আগমন হয়।