আমার গাঁয়ে সবুজ গাছের ছায়া
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে সবুজ গাছের ছায়া
পূব গগনে সোনালী সূর্য হাসে,
ময়না চড়ুই ফুড়ুক ফুড়ুক ওড়ে
আঙিনায় ঐ শিশির ঝরা ঘাসে।
সকাল নটায় পাড়ার ছেলেমেয়ে
স্কুলে যায় রোজ বইখাতা হাতে,
গাঁয়ের বধূরা কলসি কাঁখে নিয়ে
জল নিতে যায় নয়নদিঘির ঘাটে।
পাড়ার ছেলে নয়ন দিঘির ঘাটে
তেল মেখে রোজ কাটে সাঁতার,
বিকেল হলে পড়ে আসে বেলা
সূর্য্যি ডোবে গাঁয়ে নামে আঁধার।
সাঁঝআকাশে সাঁঝের তারা ফুটে।
চাঁদের আলোক ঝরে আমার গাঁয়,
রাতের শেষে চাঁদ ডুবে যায় যবে,
রাত কেটে রোজ সকাল হয়ে যায়।