তপতী তোমার জন্য

তপতী তোমার জন্য ।।। শফিক তপন

শুধু একটি তপতীর তরে
আমার প্রেম তৃষ্ণা থেকে যায় সর্বদা জাগ্রত,
সেই তৃষ্ণা নীরবে নিভৃতে
আমার হৃদয়কে শুধু করে যায় ক্ষত বিক্ষত ।

বিরহ বেদনার অভিশাপে
ভোরের নীলিমা শুধু ঢেকে যায় যে অন্ধকারে,
মন দিগন্ত বেদনায় বিধূর
তপনের আলো নিঃষ্প্রভ হয় যে বারে বারে ।

শুধু একটি তপতীর তরে
আমার এই ব্যাকুল চিত্ত যে কেঁদেকেঁদে মরে,
যে ফুল ফুটে উঠে গোপনে
হৃদয় আঙিনায় আবার ঝরে ঝরে যায় পরে ।

মোর তপতী হারিয়ে থাকে
এই কোলাহল পৃথিবীর লক্ষ তপতীর ভিড়ে,
সেতো কভু তাকায়নি ফিরে,
আমিতো কখনও কোথাও দেখিনি তপতীরে ।
——-
১৪ই ডিসেম্বর ২০১৬ইং

0.00 avg. rating (0% score) - 0 votes