সাঁঝের আকাশে ফুটেছে তারা
লক্ষ্মণ ভাণ্ডারী
সাঁঝের আকাশে ফুটেছে তারা চাঁদ উঠেছে হেসে।
চাঁদের বুড়ি চরকা চালায় একা গিয়ে চাঁদের দেশে।
জ্বল জ্বল করে জ্বলিছে তারারা রজনী গভীর হলো,
অজয় নদীর স্বচ্ছ সলিলে খেলিছে চাঁদের আলো।
রাত্রি নিশীথে নদীর ঘাটে ঐ শ্মশানে জ্বলিছে চিতা,
নির্জন রাত্রি কেহ কোথা নাই, শৃগাল কাঁদিছে সেথা।
পথের বাঁকে চাঁদের আলোয় জোনাকিরা কেঁদে মরে,
চাঁদ ডুবে যায় জোছনা লুকায় অজয় নদীর বালুচরে।
মায়াবী রাতি কেটে হয় ভোর, পাখিরা উঠিল ডেকে,
ভোরের আলোয় পূবের আকাশ হাসে অরুণরং মেখে।
কাননে ফুটেছে কুসুম কলিগুলি সুশীতল সমীরণ বয়,
প্রভাত-সূর্য উঁকি দিয়ে দেখে, হেসে হেসে কথা কয়।