একটি গোলাপ ফুল

একটি গোলাপ ফুল
—————
সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
সেই ফুলেরই সুবাস নিলেন
সারাজাহানে ছড়িয়ে দিলেন
আমার মোহাম্মদ রাসুল ।

যে পেয়েছে সে ফুলের ঘ্রান
সে হয়েছে খাঁটি মুসলমান
খোদার প্রাণেরই বুল বুল ।

সেই ফুলেরই ঘ্রাণ যে ঘুরে
আমার প্রাণে এসেছে উড়ে
সদা আমিযে হই আকুল ।

সেই ফুলেরই সৌরভ নিয়ে
মোর দেহ মনে ছড়িয়ে দিয়ে
আমি হব বেহেস্তেরই গুল ।

সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
——
কবি অধ্যাপক শফিক তপন
বুধবার, ৯ই নভেম্বর ২০১৬ইং

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “একটি গোলাপ ফুল

Comments are closed.