দুরাশা

সত্যের অপলাপে নষ্ট নিরাশায়
নীরবে বিলায় অপহৃত বাণী,
সান্ত্বনার খোঁজে ঋদ্ধ অর্চনায়
উন্মুক্ত করি লাজের ঘোমটাখানি।
———

0.00 avg. rating (0% score) - 0 votes