ইচ্ছেনদী ( ছোটদের কবিতা )

ইচ্ছে হলেই হতাম যদি –
সকালবেলার রাঙা ঐ রবি,
ছড়িয়ে দিতাম ভোরের আলো
মনে মনে আমি যে তাই ভাবি।

ইচ্ছে হলেই হতাম যদি –
মন মাতানো সুরের ঐ একতারা,
সকাল হতে সারা দুপুর আপনমনে
মেঠো সুরে হতাম পাগলপারা।

ইচ্ছে হলেই হতাম যদি –
পূজার কালের সন্ধ্যারতির বাতি,
শান্তমনে দিনের শেষে মাটির বুকে
পথ বিছাতাম সুরের আসন পাতি।

ইচ্ছে হলেই হতাম যদি –
আকাশপারে নীল গগনের তারা,
উড়োছায়ার মত মেঘের কাছে
ছিনিয়ে নিতাম শীতল বারিধারা।
———-

0.00 avg. rating (0% score) - 0 votes