সায়াহ্নের আগেই সন্ধ্যা
–সুহেল ইবনে ইসহাক
জীবন নদের বাঁকে লুকানো স্বপ্নরা আজ খাবি খেয়েছে
আমি একা বসে আজো তোমায় ভাবি I
প্রচলিতভাবে সন্ধ্যা নামে দিনের শেষে,
সন্ধ্যা নামে রাতের পত্তনে,
সন্ধ্যা নামে সমুদয় কাজ সম্পাদিত হলে,
অথচ আমার জীবন সন্ধ্যা যেন নেমে এল
সায়াহ্নের একটু আগেই I
এখন শুধু দুরন্ত রাত্রির অবসর,
সব ভুলে থাকা ৷
চির সবুজের ঘ্রাণ গায়ে মেখে
চলে যাবে আমার বাকীটা জীবন।
আমার সন্ধ্যা আমাকে রেখে অনেক দূরে,
মেঘহীন বিধবা রাতে
তারাদের নগ্ন আলোর স্নানে,
ভুলে গেছে দিনের পানে নিয়ে যেতে I
রচনাকাল: অগাস্ট ৩০,২০১৬, টরন্টো, কানাডা I