কুয়ালালামপুর কিম্বা সিংগাপুর
যেখানেই যাই যতদূর
ডাকে আমায় সোনার বাংলা।
দুবাই কিম্বা মুম্বাই
যেখানেই ঘুরে বেড়াই
ডাকে আমায় জয় বাংলা।
হামিলটন কিম্বা বার্লিংটন
যেখানেই কাটাই যতক্ষণ
ডাকে আমায় রূপসী বাংলা।
ডাবলিন কিম্বা ব্রুকলিন
যেখানেই হই উদাসীন
ডাকে আমায় চিত্ররূপময় বাংলা।
উইন্ডসর কিম্বা অমৃতসর
যেখানেই বসাই আসর
ডাকে আমায় শ্যামলী বাংলা।
ফ্লোরিডা কিম্বা উগান্ডা
যেখানেই দেই আড্ডা
ডাকে আমায় মেঘবতী বাংলা।