গাঁয়ের মাটি স্বর্গ সমান

গাঁয়ের মাটি স্বর্গ সমান

লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

 

পথের দুইধারে তালগাছ দূরে আমার গ্রাম,

এই গাঁয়েতে জনম আমার পূণ্য পিতৃধাম।

গাঁয়ের পাশে অজয়নদী কুলুকলু বয়ে চলে,

সকালে শালুক পদ্ম ফোটে পদ্মদিঘির জলে।

 

ফুল ফোটে বনে বনে কুঞ্জে গাহে পাখি,

গাঁয়ের পথে দুইধারে আছে সবুজ শাখী।

শান বাঁধানো দিঘির ঘাটে বধূরা স্নান করে,

সুখ শান্তি ও ভালবাসা আছে মাটির ঘরে।

 

গাঁয়ের মাটি স্বর্গ সমান আমি গাঁ যে ভালবাসি,

মাঠে মাঠে লাঙল চালায় আমার গাঁয়ের চাষী।

মাটিতে ফলে সোনার ফসল এই মাটি আমার মা,

এমন মাটি মায়ের ভালবাসা কোথাও পাবে না।

 

সারাদিন কেটে যায় বেলা সবুজ বনের ছায়ে,

সূর্য ডোবে আঁধার নামে নির্জন আমার গাঁয়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes