দিনরাত চোখে মুখে ঘুম নাই
খুকুমনি বসে বসে ভাবে তাই,
প্লেনটা আকাশে তো শুধুই ওড়ে
ভাবে– সেটা যায় না কেন পড়ে।
বাঁকা চাঁদ শূণে কি করে ভাসে
থাকে কি কেউ তার আশেপাশে?
সুয্যিমামা এত আলো কোথা পায়?
সেথায় সে কি আগুন জ্বালায়?
মেঘের পরে মেঘ জমে বৃষ্টি ঝরে
এত জল কে বা কারা দেয় তারে?
তারারা আকাশে সব ভিড় করে আছে
মিছে ভয় কাউকে সরিয়ে নেয় পাছে।
দিনের শেষে সুয্যিমামা কোথা চলে যায়?
সারারাত একা একা থাকেই বা কোথায়?
রাত ফুরালে পুবাকাশে দেয় ফের দেখা
ছায়া দিয়ে নামটি যেন তার থাকে লেখা।
——–