মনসার ভাসান গান

মনসার ভাসান গান

লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

 

মনসার ভাসান গান শুনি বসে আটচালার ঘরে,

করুণ সুরে বাঁশি বাজে, চোখ আসে জলে ভরে।

বিশ্বকর্মা করেছিল নির্মাণ লোহার বাসর ঘর,

লোহার বাসরে ঘুমায়ে থাকে বেহুলা লখীন্দর।

 

লোহার বাসর ঘরেতে এক সূচের ছিদ্র ছিল।

সেই ছিদ্র পথ দিয়ে কালীনাগ প্রবেশ করিল।

মা মনসার বিবাদ ছিল চাঁদ সওদাগরের সাথে,

লোহার বাসরঘরে ঢুকে কালীনাগ গভীর রাতে।

 

লোহার বাসরে কালীনাগ প্রবেশ করিল যবে,

ভাবয়ে লখীন্দরে কেমনে সে দংশন করিবে।

ঊর্দ্ধফণা শিরে ধরে কালীনাগ বাসরেতে যায়,

লখীন্দরের চরণ লাগে কালী নাগের মাথায়।

 

মনসার ভাসান শুনি বসে রাত ভোর হয়ে যায়,

গানের সুরে ভুবন কাঁদে বাঁশির সুরের মূর্ছনায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes