শাওন রাতে

14017981_1345894885425550_393597866_n
শাওন রাতে
—————————-
শাওন এ গভির গভীর রাতে
ঐ দূর দিগন্ত ঘিরে
বিজলী দীপ শিখা ঘন ঘন আসিছে ফিরে,
বাহিরে দমকা ঝড় হাওয়া বহিছে অঝোরে,
আজও তুমি জেগে আছো মোর স্মৃতির মিনারে ।
শুন্য হৃদয় মোর আজ ব্যথায় উঠিছে ভরে,
তোমায় তোমায় কেন মনে পড়ে ?
আজ যে শুধুই তোমায় মনে পড়ে ।
এই শাওন রাতে যখন বহিছে পূবালী ঝড় বায়
দূর কোন বনে,
জানি আমি জানি তখন
তুমি রহিবে চাহি বসি একেলা বাতায়নে ।
মোর বিরহী প্রেম ডোরে
যদি গো স্মৃতি সব বাঁধা পড়ে,
ব্যথায় তব হৃদয় উঠে ভরে
নয়নে বারি অঝোরে ঝরে
তবে মুছিও স্মৃতি সব চিরতরে,
নীরবে নিভৃতে ভুলিও ভুলিও মোরে ।
—————- শফিক তপন

0.00 avg. rating (0% score) - 0 votes