মা তুমি ,
রবি ঠাকুরের জ্ঞানের প্রতীক , লিখা কবিতা ।
মা তুমি ,
কাজী নজরুলের জ্ঞানের ভাণ্ডার ,
যা চুয়েছে শত বাঙ্গালির মন ।
মা তুমি ,
১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্দুর রেসকোর্স ময়দানে দেওয়া ,
ঐতিহাসিক ১৮ মিনিটের ভাসন ।
মা তুমি ,
রাজপথে ছুটে চলা সন্তানের কর্ণধার ।
অন্ধকারের মাঝে হঠাৎ আলোর ছোঁয়া ।
মা তুমি ,
সোনাঁলি ফসলের মাঠে দাড়ানো কৃষকের হাঁসি ।
বটতলে বসে থাকা রাখাল ছেলের বাজানো বাঁশি ।
মা তুমি ,
উরে যাওয়া দোয়েল পাখিটি ।
সকালের উঠে আশা লাল সূর্যটি ।
মা তুমি ,
মানবজাতির একজন মহাপুরুষের ,
দিশেহারা সন্তানের পথ প্রদর্শক ।
মা তুমি ,
হাজার শহীদের রক্তে গড়া ,
আমাদের মুখের বানী ।
আমাদের স্বপ্ন ,আমাদের আঁকা ছবি ।
মা তুমি ,
হাজার ফুলের সুভাস ।
কোকিলের কণ্ঠে গান ।
ফুলের মাজে বসা মৌমাছি ।
মা তুমি ,
হাজার পথ ডিঙ্গিয়ে চলা নদীটি ।
শিশির ভেজা ঘাশ ।
মেঘাছন্ন আকাশ ।
মা তুমি ,
খোদাতালার অসীম রহমত ।
আমদের জান্নাত ।
অসীম জ্ঞানের ভাণ্ডার ।
মা তুমি ,
ছোট শিশুর নতুন বইটির উল্লাস ।
মুখের ঝিলিক মাখা হাঁসি ।
তরুণ প্রানের পথ ।
মা তুমি ,
খেলার মাঠে বুকভরা আশা ।
আমদের এই স্বাধীনতা ।
আমদের ভালবাসা ।
মা তুমি ,
আহসান হাবিবের লিখা সেই অস্ত্র কবিতাটি ।
শামসুর রহমান এর লিখা স্বাধীনতা তুমি ।
প্রতিটি লেখকের মনের ভাবনা চিন্তা ।
মা তুমি ,
বসন্তের বাতাসে উড়ে চলা সাদা পায়রা ।
চা বাগানের সেই আড্ডা ,
যা হয়ে চলছে অবিরাম ।
মা তুমি ,
আমার লিখা কবিতাটি ।
আমার মনের আশা।
আমার ভালবাসা ।
যা লিখেছি তাই শেষ নয় ।
মাকে নিয়ে লিখা ,
কবিতা কি শেষ হয় !
রবি ঠাকুরের জ্ঞানের প্রতীক , লিখা কবিতা ।
মা তুমি ,
কাজী নজরুলের জ্ঞানের ভাণ্ডার ,
যা চুয়েছে শত বাঙ্গালির মন ।
মা তুমি ,
১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্দুর রেসকোর্স ময়দানে দেওয়া ,
ঐতিহাসিক ১৮ মিনিটের ভাসন ।
মা তুমি ,
রাজপথে ছুটে চলা সন্তানের কর্ণধার ।
অন্ধকারের মাঝে হঠাৎ আলোর ছোঁয়া ।
মা তুমি ,
সোনাঁলি ফসলের মাঠে দাড়ানো কৃষকের হাঁসি ।
বটতলে বসে থাকা রাখাল ছেলের বাজানো বাঁশি ।
মা তুমি ,
উরে যাওয়া দোয়েল পাখিটি ।
সকালের উঠে আশা লাল সূর্যটি ।
মা তুমি ,
মানবজাতির একজন মহাপুরুষের ,
দিশেহারা সন্তানের পথ প্রদর্শক ।
মা তুমি ,
হাজার শহীদের রক্তে গড়া ,
আমাদের মুখের বানী ।
আমাদের স্বপ্ন ,আমাদের আঁকা ছবি ।
মা তুমি ,
হাজার ফুলের সুভাস ।
কোকিলের কণ্ঠে গান ।
ফুলের মাজে বসা মৌমাছি ।
মা তুমি ,
হাজার পথ ডিঙ্গিয়ে চলা নদীটি ।
শিশির ভেজা ঘাশ ।
মেঘাছন্ন আকাশ ।
মা তুমি ,
খোদাতালার অসীম রহমত ।
আমদের জান্নাত ।
অসীম জ্ঞানের ভাণ্ডার ।
মা তুমি ,
ছোট শিশুর নতুন বইটির উল্লাস ।
মুখের ঝিলিক মাখা হাঁসি ।
তরুণ প্রানের পথ ।
মা তুমি ,
খেলার মাঠে বুকভরা আশা ।
আমদের এই স্বাধীনতা ।
আমদের ভালবাসা ।
মা তুমি ,
আহসান হাবিবের লিখা সেই অস্ত্র কবিতাটি ।
শামসুর রহমান এর লিখা স্বাধীনতা তুমি ।
প্রতিটি লেখকের মনের ভাবনা চিন্তা ।
মা তুমি ,
বসন্তের বাতাসে উড়ে চলা সাদা পায়রা ।
চা বাগানের সেই আড্ডা ,
যা হয়ে চলছে অবিরাম ।
মা তুমি ,
আমার লিখা কবিতাটি ।
আমার মনের আশা।
আমার ভালবাসা ।
যা লিখেছি তাই শেষ নয় ।
মাকে নিয়ে লিখা ,
কবিতা কি শেষ হয় !