বাংলা মোদের মাতৃভাষা সবে
মোরা বাংলায় কথা বলি,
বাংলার মেঠো পথ ধরে মোরা
বাংলা গান গেয়ে পথ চলি।
বাংলার গাছে মৌমাছি নাচে,
নিত্য রচে যায় মৌচাক,
সকাল সাঁঝে মন্দির মাঝে
নিত্য বেজে ওঠে ঢাক।
বাংলার মাঠে লাঙল চালায়
গ্রাম বাংলার চাষীর দল,
বাংলার গাছে ফল ধরে আর
মাঠে ফলে সোনার ফসল।
বাংলার জলে পরিপুষ্ট যেমন
এপার বাংলায় গঙ্গাযমুনা,
তেমনি বর্ষার জলে ফুলে ওঠে
ওপার বাংলায় পদ্মামেঘনা।
এপার বাংলা ওপার বাংলা মোরা
দুই বাংলাকেই ভালবাসি,
বাংলার সুখে, মুখে হাসি মোদের
দুঃখে আঁখিজলে ভাসি।
বাংলার গাঁয়ে আঁধার নামে
দিনের শেষে সাঁঝের বেলা,
প্রতিদিন প্রভাতে সুর্য ওঠে
চলে চিরদিন একই খেলা।