শয়নে স্বপনে শুধু মা (গীতি কবিতা)
—সুহেল ইবনে ইসহাক
***************************
আমার….,
শয়নে স্বপনে শুধু মা
কখনো ভুলা যায়না,
রক্তের এ বাঁধন কত যে গভীরে
মা বিহনে মনটা,কিছু চায়না II
কত দিন চলে যায় মাকে ছাড়া,
কত রাত বয়ে যায় শ্রাবণ ধারায়,
হয়নি করা মাকে মিছে বায়না I
শয়নে স্বপনে শুধু মা
কখনো ভুলা যায়না II
বাহির থেকে আসলে মা
জড়িয়ে ধরতেন বুকে,
আদর চুমু খেতেন তিনি
আমার চোখে মুখে I
অন্য কারো সাথে মায়ের হয়না তুলনাI
শয়নে স্বপনে শুধু মা
কখনো ভুলা যায়না II
*************************
রচনাকাল: ফেব্রুয়ারী ১৮, ২০১৬
টরন্টো,কানাডা I