জানতে চেওনা

জানতে চেওনা, কেনো তোমার সাধের একতারায় আজ ব্যথা বাজে!
কেনো তোমার শখের পুতুলের মুখ, শরীরটা আজ নীল বর্ণ!
কেনো গোধূলি-বিলাসী কন্যার আজ গোধূলিতেই অভিমান!
কেনো দীর্ঘশ্বাসের রাত গুলো এখন দীর্ঘ থেকে দীর্ঘতর!
কেনো তোমার প্রিয় ভুবন ভুলানো হাসি হারিয়ে গেলো!
কেনো আদরের সন্তান টি হাজার বছর ধরে বাবার কোলে ঘুমিয়েই অভ‍্যস্ত!
কেনো মমতাময়ী মা ঘুমের ঘোরে বিছানায় হাতড়িয়ে বুকের ধন কে খোঁজে!
কেনো লোকালয় ছেড়ে আত্মা চলে যায় ওই দূর দেশে!
কেনো অসময়ের ঘড়ি আজ অবেলায় ঘন্টা বাজায়, জানান দেয় সময় ফুরালো!
কেনো শান্ত স্নিগ্ধ কন্যা আজ যোদ্ধা, লড়তে চায় মৃত্যুর সাথে!
কেনো রোগে কাতর বাউলি তোমার জন্য গোপনে লিখে যায় কাব্য!
জানতে চেওনা জীবনানন্দ বাবু।।

    
0.00 avg. rating (0% score) - 0 votes