কল্পনা চাকমা

কল্পনা চাকমা
– এম.এম. হাওলাদার

একটি প্রতিবাদী কণ্ঠকে
চিরতরে স্তব্ধ করে দিতে
সকল প্রস্তুতি সম্পন্ন।

কিছু বুঝে ওঠার আগেই
চারদিক থেকে ঘিরে ফেলে
জলপাই-সবুজ হায়েনার দল।

অত্যাচারী-শোষকের বিরুদ্ধে
রুখে দাঁড়ানোর পরিণতি –
যমদূতের রক্তচক্ষু।

তবুও বাঁচার চেষ্টা, আর্তনাদ –
“দাদা… দাদা… মরে বাজা…”
নির্লজ্জ রাষ্ট্র তখনও নিশ্চুপ।

দু’হাত পেছন দিকে বাঁধা,
কাপড়ে বাঁধা চোখ;
রাইফেলের গর্জন।

জীবন বাঁচাতে ভাইয়েরা
আশ্রয় খোঁজে অন্ধকারে;
ঝাঁপ দেয় জলে।

নির্বাক মানচিত্রকে
অভিশাপ দেয় –
লাল-সবুজের পতাকা।

পিঠে রাইফেলের নল,
সশস্ত্র হায়েনাদের হুঙ্কার;
অন্ধকারে মৃত্যুর হাতছানি।

স্বাধীনতাকে ধিক্কার দেয়-
ত্রিশ লাখ শহীদ,
আর দুই লাখ নির্যাতিতা।

বাঘাইছড়িতে গভীর রাত্রি,
কাচালং এর তীর ধরে
এগিয়ে চলে কল্পনা চাকমা।

#KalpanaChakma
#MyUnseenSister

0.00 avg. rating (0% score) - 0 votes