মরীচিকা

কাননে কুসুমকলি ফুটে থাকে সুখে
বিজনতাভার নিয়ে অবসন্ন বুকে,
ভ্রমিতে ভ্রমিতে ভ্রমর চমকিয়া চায়
মুদিত নয়ন মেলে বুকেতে জড়ায়।

স্বচ্ছ জলে নাচে সিক্ত সরসিজ
আপন মুখ দেখিছে যে রবি,
নিজ স্বপন ছায়া ধরিবারে গিয়া
বোবা হৃদয় শান্তি না পায় খুঁজি।
********

0.00 avg. rating (0% score) - 0 votes