কবিতা তুমি মস্তকে মোর
অন্তরে এসো নাকো ,
সাবধানে আরো সাবধানে তুমি
মস্তক এতেই থাকো ।
মস্তক ছেড়ে অন্তরে এলে
কবর দেবো তবে ,
অন্তরে মোর প্রিয়ার বসত
অন্তর এতেই রবে ।
কবিতা তুমি মস্তকে মোর
অন্তরে এসো নাকো ,
সাবধানে আরো সাবধানে তুমি
মস্তক এতেই থাকো ।
মস্তক ছেড়ে অন্তরে এলে
কবর দেবো তবে ,
অন্তরে মোর প্রিয়ার বসত
অন্তর এতেই রবে ।