জ্যৈষ্ঠ মাসের ঐ ঝড়ে,
গাছ থেকে আম পড়ে,
চল আমবাগানে আম কুড়োতে যাই।
পথে ওড়ে ধুলো বালি,
বাগানেতে নাই মালি,
আমবাগানে ভাই মালির দেখা নাই।
আকাশ জুড়ে কালো মেঘ,
ঝড় তুফানের বাড়ে বেগ,
গাছের ডাল ভেঙে ভেঙে রাস্তায় পড়ে,
মাঠের পরে গাই-গরুগুলো
সরানে উড়ায় লাল ধূলো,
গাছের পাতা উড়ে জ্যৈষ্ঠ মাসের ঝড়ে।
একটু পরে ঝড় থামে,
মুসলধারায় বৃষ্টি নামে,
বৃষ্টিতে ছুটে আসে পাড়ার যত ছেলে।
দিগন্তে ঐ মাঠের শেষে,
পশ্চিমে লাল সূর্য হাসে,
সাদা বক আকাশে ওড়ে পাখা মেলে।
গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
চাঁদ উঠে আকাশে আবার,
জোছনা আলোয় তারারা মিটিমিটি চায়,
নদীর ঘাটে বালির চরে,
শুভ্র জোছনা খেলা করে,
পথের বাঁকে শেয়ালের ডাক শোনা যায়।