আমার গাঁয়ে স্নেহ আছে, সবুজ গাছে আছে ছায়া,
গাঁয়ের মাটিতে মিশে আছে মায়ের মমতা ও মায়া।
আমগাছ ও কাঁঠালগাছ তালগাছ ও খেজুরের সারি,
নিমের গাছে কাঠবেড়ালী রোজই করে দৌড়াদৌড়ি।
গাঁয়ের পথে বাঁশ বাগানে সরু গলির পথের ধারে,
গরু ও বাছুর ছাগল ভেড়া দেখি রোজ বেড়ায় চরে।
আমার গাঁয়ে পথের বাঁকে শালিকরা উড়ে আসে।
মাথার উপর রূপোলী মেঘ নীল আকাশে ভাসে।
নদীর ধারে ডাঙা জমিতে চাষীরা লাঙল চালায়,
খেতে ফলায় তরমুজ শশা আনন্দে দিন কাটায়।
গাঁয়ের মাটিতে বর্ষা নামে ও নদীতে আসে বান,
চাষীরা আনন্দে চাষ করে, মাটিতে ফলায় ধান।
সন্ধে হলেই মন্দিরেতে রোজ কাঁসর ঘণ্টা বাজে।
ঢাকের শব্দে জেগে ওঠে আমার গাঁ সকাল সাঁঝে।
রাতের আকাশে চাঁদ ওঠে তারারা মিটি মিটি চায়,
পূবের আকাশে সূর্য ওঠে, আঁধার রাতি কেটে যায়।