স্বর্ণ সময় (চতুর্দশপদী)

সময়ের স্রোতে ভেসে হারিয়ে যৌবন
চোখে নিয়ে মরিচিকার মিছে স্বপন
ইচ্ছের খেয়ালীপনায় ফেলে মৌ বন
নিত্য গোবর জলে করে পদ্মা রোপন
অমৃত নেশায় মেতে ভুলে এ ভুবন
মরুতে স্বপন বীজ করেছি বপন
টিনের  চশমা পরে আঁধারে গমন
জীবনের কষাঘাতে হয়েছি দমন ।
.
আর কি পাবো ফিরত হারানো রতন
যৌবনের বাড়াবাড়ি আগের  মতন
হেলায় সময় ফেলে করে অযতন
স্বপনের অপব্যয়ে হয়েছি পতন
অন্তিম আঁধারে করি আলোর স্মরণ
মরণের আগে ভাগেই মৃত্যু বরণ ।

0.00 avg. rating (0% score) - 0 votes