বিজ্ঞান মেলা,
বারায় মনের জালা।
মানবিকের ছাত্র বলে;
করে অবহেলা।
বিজ্ঞান মেলায় গিয়েছিলাম ।
স্যার বলে,
তোমরা কেন এখানে ,
আমরা বলি,
মানবিকে পরি বলে,
করলেন অবহেলা ,
এতো মেলা নয়,
অবহেলার খেলা।
স্যার , একেই কি বলে ,
বিজ্ঞান মেলা ?
বিজ্ঞান মেলা,
বারায় মনের জালা।
মানবিকের ছাত্র বলে;
করে অবহেলা।
বিজ্ঞান মেলায় গিয়েছিলাম ।
স্যার বলে,
তোমরা কেন এখানে ,
আমরা বলি,
মানবিকে পরি বলে,
করলেন অবহেলা ,
এতো মেলা নয়,
অবহেলার খেলা।
স্যার , একেই কি বলে ,
বিজ্ঞান মেলা ?