অনিদ্র

এখন স্বপ্নরা ঘুরপাক খায় ধুলির মতো
স্বধীন নয় জীবিত পাখি
দেখতে দেখতে হারিয়ে ফেলি চেনা ঠিকানা
তোমার – আমার।

নেই সরলতা
নেই সঠিক নিয়ম
নেই ন্যায় বিচারক,
দূরে দূরে আছি
সব চেয়ে বোকা হয়ে।

অধিকার নাই
সত্য সঙ সেজেছে বাস্তব হয়ে
বাস্তবতার কোমল করাঘাতে।

দূরত্ব বেড়ে চলে আলোক বর্ষে
আমি হদিশ করি শূন্যে ঈশ্বরকে
পাবো পাবো এই আশাই অনিদ্র।

0.00 avg. rating (0% score) - 0 votes