পথ ও পথিক

পথ পথিকেরে কহে আপন স্বপন ঘোরে
কতকালের গোপনরেখা বক্ষে আমার আছে লেখা,
পথিকও সুর চড়ায়. কেন কর গর্বের বড়াই
আমার চরণ সুধা পাবে বলেই পথপানে চেয়ে থাকা।
********

0.00 avg. rating (0% score) - 0 votes