ছোট জাত বলে আমি – দেবতারে
ফুল দেওয়ার নেই কোন অধিকার,
রাজকন্যারে রক্ত দেওয়ার তরে
নেই কারো মুখে কোন ধিক্কার।
*********
ছোট জাত বলে আমি – দেবতারে
ফুল দেওয়ার নেই কোন অধিকার,
রাজকন্যারে রক্ত দেওয়ার তরে
নেই কারো মুখে কোন ধিক্কার।
*********