নিঃস্ব

কুসুম শুকালে পরে সৌরভ হারায়ে ফেলে
তারে আর নাহি যায় চেনা,
সুখের স্বপন শেষে মলিন হাসি হেসে
ইন্দ্রধনু হতে চায় ভুলিতে সব যাতনা।
*******

0.00 avg. rating (0% score) - 0 votes