ভালবাসার অর্থ

সাত সমুদ্র , তের নদী
পার হবো , তুই চাস যদি
এনে দেবো সাত স্বর্ণকমল
সাজিয়ে প্রাসাদ স্বপ্ন মহল।
থাকবো দু জন খুব পাশাপাশি
খুনসুটি আর ভালোবাসা বাসি ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালবাসি বল মিষ্টি করে।
.
রংধনু থেকে সাত রং নিয়ে
হৃদয়ের সব ভালোবাসা দিয়ে
রাঙ্গাবো তোর মনের আকাশ
ভালোবাসি তোকে স্বাক্ষী বাতাস ।
.
একবার শুধু ভালবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে ।
.
প্রজাপতি বেশে , চাঁদের দেশে
নিয়ে যাবো তোকে খুব ভালোবেসে
ঘুরবো দুজন সাত মহাদেশ
ভালোবাসা বাসি হবে নাকো শেষ ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে ।
.
মেঘের ভেলার স্বপ্ন রথে
ভেসে যাবো চল অজানার পথে
দেশ থেকে দেশ দেশান্তরে
মাঠ পেরিয়ে তেপান্তরে ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে ।
.
ঝিনুকের বুকে মুক্ত যেমন
বুকের ভেতর থাকবি তেমন
রানীর বেশে রাখবো তোকে
অবাক চোখে দেখবে লোকে ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে।
.
তোর চোখে চোখ পড়লো যেদিন
হৃদয়ে তীর বিধলো সেদিন
তিলে তিলে তার রক্ত খরন
দাঁতে দাঁত রেখে করছি বরণ ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে।
.
তোকে পেতে আমি লড়তে রাজি
রাখতে পারি জীবন বাজি
বেঁচে থাকা মানে তোকেই বুঝি
আনমনে আমি তোকেই খুঁজি ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে ।
.
পৃথিবীর সব গোলাপ দেবো
বিনিময়ে তোর মনটা নেবো
তোর মনে মন মিলবে যবে
স্বর্গের স্বাদ মিটবে  তবে ।
.
একবার শুধু ভালোবেসে মোরে
ভালোবাসি বল মিষ্টি করে ।
.
ভালোবাসি তোকে ভালোবেসে যাবো
স্বপ্নে হলেও ঠিক তোকে পাবো
মিটবে সেদিন মনের আশা
এরই  নাম ভালবাসা ।।

0.00 avg. rating (0% score) - 0 votes