ফিরে আসি বারবার

ফিরে আসি বারবার
_______জাহিদ আরেফিন
তুমি সুকন্যা,
ডাকি তোমায়, হৃদয়ে বসো চুপিসারে,
এ মালা তোমার গলে পাবে শোভা,
বড় অনাদর,-কন্ঠনাসিকায় অস্পষ্ট ফাঁড়া স্বর,
তবু তোমায় ডাকি আমার মালাখানি পরবে মায়া দৃষ্টিতে।
– চৈতী হাওয়ায় শুকিয়ে গেছে চোখের জল,
তবু ঝরবে দলিত মালার ভবিষ্যৎ পরিনতি ছুঁয়ে।
তুমি স্বপ্ন দেখো রাজপুরুষ,
বলিষ্ট গ্রীবায় তার জয় চুম্বনের প্রতিচ্ছবি,-অথচ আমি শীর্ণকায়,
করুণার ঢল অস্তিত্ব বিদীর্ণ করে আমাকে ছুড়ে দিবে মরু বালুকায়।
জীবন অসহায়, না আমি আর আমার বাস্তবতা?
– জানি ভিন গ্রহের নীরেট কাঁদা লেপা তোমার গায়ে,
আমার দু’চোখের জল ব্যর্থতায়,-জানি গলবে না মাটি,
তোমার মায়াপুরির স্পর্শ পাবো না কোনকালে,
তবু স্বপ্ন দেখি,
ভাঙা বেঁড়ার ফাঁকে একফালি চাদ তুমি, ভাসো আঁধারে।
বড় মায়া গেছে পড়ে,-ফিরবার পথ নাই জানা,
তাই তোমার চুলের খোঁপায় জড়ায় রিক্তের বেদন,
তা তোমার ভুবনে অসহনীয়।
তুমি জানো, কলিজায় প্রেম আছে,
বিলাসীতায় তুমি, -জানি সে প্রেম ছন্দহীন পুথির মালা,
তবু ফিরে আসি বারবার, তোমার চিবুক স্পর্শ করি কল্পনায়,
-হাত ধরি স্বপ্নে,
বাস্তবে আমি যে তোমার ব্যথার ঝরা পুস্প।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “ফিরে আসি বারবার

Comments are closed.