নতুন ভোরের আলো

দিনের শেষে সূর্যি ডোবে
আঁধার নামে গাঁয়ে,
দিগন্তে ঐ লুকায় তপন
সবুজ বনানী ছায়ে।

আঁধার রাতে চাঁদ উঠেছে
তারারা আকাশে জ্বলে,
আঁধার রাতি নির্জন গাঁয়ে,
কানে কানে কথা বলে।

চাঁদের আলোয় নদীর জল
ঝিকিমিকি বেশ করে,
নদীর ঘাটে নৌকা বাঁধা
আছে সরু বালুচরে।

নদীর পাশে শ্মশান ঘাটে
পুড়ছে মড়ার লাশ,
শ্মশান ঘাটে ফুল ফুটেছে
সুগন্ধে ভরে বাতাস।

চাঁদের আলোয় পোড়া কাঠ
দেখতে লাগে ভালো,
অবশেষে রাত কেটে ওঠে
নতুন ভোরের আলো।

0.00 avg. rating (0% score) - 0 votes