আজ প্রকৃতি তার কল্প লোকের লেখকের,
স্বল্প বসনা অল্প বয়সি মেয়েটিকে ডেকে বলে;
“তোমার পিতা তো,তোমায়-আমায় ভুলে গিয়ে,সম্পূর্ণ পাঠকের।
পাঠকের সাথেই,বেশির ভাগ অন্ধকার রাতেই সপ্ত রঙ্গের ছবি এঁকে চলে।
অথচ,দিনের আলোতে কালো রঙ্গের সঠিক বিস্তার নেই,
যেন তাকে কেউ ধাওয়া করেছে,মৃত্যু ভয়ে সে কাতর,আজ তার নিস্তার নেই।
শস্তার অ্যালকোহলেও আজ তার ব্যাপক কৌতূহল।
যেন কৌতূহল ব্যাটা ওঁর নাকের ডগায় রাঙা মুলো ঝুলিয়েছে,
আর সে ছুটছে গাধার মতো,আর এ রাস্তা যেন তার চির চেনা,
সহজ সরল; অথচ পথের এখানে সেখানে ছড়িয়ে রাখা পূর্ণ পাত্র গরল!
ক্লান্ত ও পিপাসার্ত বোধ করলেই পান করতে পারো।
যত চাও,চাইলেই পাবে আর।
ওঁকে মনেহয় আমাদের মাঝে ডেকে নেয়ার সময় হয়েছে,
ভ্রষ্ট পথে ছুটল তো অনেক, সময়ও তো অনেক গড়িয়েছে।”
শুনতে পাই………