কোরাসঃ
ভারতবর্ষ আমার জন্মভূমি, মাটি আমার মা।
ভারতবর্ষ আমার স্বপ্ন-স্মৃতির জীবন সাধনা।
ভারতবর্ষ আমার মাতৃভূমি, মাটি আমার স্বর্গ,
ভারতবর্ষ আমার পূণ্যভূমি, সারাজীবনের গর্ব।
গীতঃ
ভারতের বুকে চলেছে বয়ে, গঙ্গা ও যমুনা,
ওপার বাংলায় বইছে যেমন, পদ্মা ও মেঘনা।
উঁচু হিমালয়ের মতোই, আমাদের উঁচু মাথা।
ভারতবাসীর গর্ব আজিকে, তিনি ভারতমাতা।
কোরাসঃ
ভারতবর্ষ আমার জন্মভূমি, মাটি আমার মা।
ভারতবর্ষ আমার স্বপ্ন-স্মৃতির জীবন সাধনা।
ভারতবর্ষ আমার মাতৃভূমি, মাটি আমার স্বর্গ,
ভারতবর্ষ আমার পূণ্যভূমি, সারাজীবনের গর্ব।
গীতঃ
সাগরের জলে, ধুয়ে মুছে যায়, জাতির যত গ্লানি,
আমরা বীর ও বাঙালীর জাত, শরমে মরম মানি।
মানিনা হিন্দু, মানিনা মুসলিম, একটাই জাতি আছে।
জাত বিদ্রোহী, ভারতবাসী, দু’হাতেই কৃপাণ নাচে।
কোরাসঃ
ভারতবর্ষ আমার জন্মভূমি, মাটি আমার মা।
ভারতবর্ষ আমার স্বপ্ন-স্মৃতির জীবন সাধনা।
ভারতবর্ষ আমার মাতৃভূমি, মাটি আমার স্বর্গ,
ভারতবর্ষ আমার পূণ্যভূমি, সারাজীবনের গর্ব।
গীতঃ
জ্বালাও আগুন দিকে দিকে, আগুন জ্বলুক চক্ষে,
ভীরু ও দুর্বল কাপুরুষ নই, আছে দুঃসাহস, বক্ষে।
শত্রুর সাথে করি লড়াই, অস্ত্র ধরতে জানি সবাই।
গঙ্গা নদীর বসে কিনারায়, ভারতের জয়গান গাই।
কোরাসঃ
ভারতবর্ষ আমার জন্মভূমি, মাটি আমার মা।
ভারতবর্ষ আমার স্বপ্ন-স্মৃতির জীবন সাধনা।
ভারতবর্ষ আমার মাতৃভূমি, মাটি আমার স্বর্গ,
ভারতবর্ষ আমার পূণ্যভূমি, সারাজীবনের গর্ব।