প্রত্যাশা

ব্রজ কিশোর দাস

চারিদিকে মুত্যুর মিছিল
রক্তাক্ত রাজ পথ, বাতাসে মৃত্যুর ঘ্রাণ
নীতি হীন লগ্ন ভ্রষ্ট সমাজ
বারুদের সাথে বসবাস
চায়ের কাপে রক্তের স্বাদ পাই
তবুও নৃশংস হতে পারিনা।
কানে বাজে অশনি- সংকেত
হে ইন্দ্র! হানো বজ্র আসুক তুফান
ধুলায় লুটাক বিশ্ব।
আধুনিক যত জঞ্জাল যত ক্ষত
ভাসুক ভাসুক প্লাবণে যাক ভেসে।

0.00 avg. rating (0% score) - 0 votes