দিলনা নয়ন চুমি

দিলনা নয়ন চুমি
————–শফিক তপন

যাহার পাদুইটা জড়াইয়া
শত মিনতি করিয়া এতো কাঁদিলে তুমি,
সে শুনিলনা বুঝিলনা
মুছাইয়া তব আখিজল দিলনা নয়ন চুমি ।

দুই চোখে অশ্রু ঝরিছে
বুক ভরিছে কেহ নাই দেয় মুছাইয়া পাশে,
কষ্টের মেঘগুলি উড়িছে
হৃদয়ে ঘুরিছে কেহ নাই তোমায় ভালবাসে ।
———-

0.00 avg. rating (0% score) - 0 votes