জীবনের প্রয়োজনে-অসহায় বাবা টা মায়ার সংসার ছেড়ে,
জীবিকার টানে একলা থাকে প্রিয় মুখগুলোর আড়ালে।
জীবনের প্রয়োজনে- ঐ দুঃখীনি মা টা পড়িয়া ছেড়া শাড়ী,
ছেলের পড়ার খরচ জোগাতেই ছুটে যে পরের বাড়ি।
জীবনের প্রয়োজনে- পরিবারের একমাত্র আদরের ছেলেটি,
মা-বোন আর দেশকে ছেড়ে হয় যে প্রবাসী।
জীবনের প্রয়োজনে- ঘর রাঙানো ছোট্ট মেয়েটি,
মায়ার বাধঁন ছাড়িয়া দেয় অচেনা নীড়ে পাড়ি ।।
জীবনের প্রয়োজনেই- সবচেয়ে প্রিয় কাছের বন্ধুটি,
অনায়াসেই দূরে চলে যায় সময়ের স্রোতে ভাসি।।