না বলে আসা বৃষ্টিতে,ভিজবো বলে !
মেঘেরই সাথে খুনসুটি,একলা হলে,
ভাসাভাসা মুখ, মনে পড়ে,
উদাস দুপুর রাতে,অগোচরে,
মুখে বলা তাই,করবে কি যাচাই!
একলা নিজে ভিজে,তাই আসলে
হয়তো ভালো আছি…………………
না বলে আসা কালবৈশাখী,সামলে নিতে!
কতো যে ছিলো বাহানা!সেই অতীতে,
আঙুল ফাঁকের খেলা,হয়তো সাঁঝের বেলা,
মেনে নিয়েছে আজ,চোখের অবহেলা,
প্রহর গুনে তাই,হয়না যে যাচাই,
একলা নিজে ভিজে,তাই আসলে
হয়তো ভালো আছি…………………