আঁধার আলোয় সাদাকালোয়,অবাক হলো রোদ,
কারো অভাব স্বভাব হয়ে,নিচ্ছে প্রতিশোধ ,
খুব গোপনে মুঠোফোনে,উড়োচিঠির মেঘ,
ডুব দিয়ে তাই প্রমান যাচাই,হয়না সব আবেগ !
আঁধার আলোয় সাদাকালোয়,অবাক হলো রোদ,
কারো অভাব স্বভাব হয়ে,নিচ্ছে প্রতিশোধ ,
খুব গোপনে মুঠোফোনে,উড়োচিঠির মেঘ,
ডুব দিয়ে তাই প্রমান যাচাই,হয়না সব আবেগ !