আপোষ

আঁধার আলোয় সাদাকালোয়,অবাক হলো রোদ,
কারো অভাব স্বভাব হয়ে,নিচ্ছে প্রতিশোধ ,
খুব গোপনে মুঠোফোনে,উড়োচিঠির মেঘ,
ডুব দিয়ে তাই প্রমান যাচাই,হয়না সব আবেগ !

কারো এমনি চাওয়া,মাতাল হাওয়া
করলে অস্বীকার,মেঘ করে মনে,
গাড় অন্ধকারে,চুপিসারে,
হয়তো অধিকার,ছিলো প্রয়োজনে !!

সব কুলে তীর হয়না গভীর,
সব ভুলে নেই দোষ,
পূজার ফুলে উজাড় হতে,
এতোটা আপোষ,
কেন……………………………… !!!

ফটো ক্রেডিট@তানভীর আহমেদ রাকিব10405286_10204144834695706_512442149486921403_n

0.00 avg. rating (0% score) - 0 votes