আক্ষেপগুলো

ভেবেছিলে তাই কিছু রোশনাই
অপেক্ষাতে দাড়িয়ে !
দেবে কিনা ভাবো,তোমার অভাবও
আমায় দিচ্ছে হারিয়ে,
করছিনা মানা ছাড়িয়ে সীমানা,
অন্যের নীলে ভাসছো,
বাড়িয়ে দুহাত দেখছি হঠাৎ
তীর থেকে সরে আসছো !

বিশ্বাস বড় নিষ্ঠুর,
সে ভাঙচুর করে নিত্য
সে শঙ্কায় রোজ ধমকায়,
তাই করছি প্রায়শ্চিত্ত !

গুড়ো কাঁচ হয় মেঘের ছিটা,
বাদবাকি হয় বরষা,
আধখানা চাঁদ লাগবে বিস্বাদ,
মিথ্যে হলে ভরসা,
জোছনার আলো এতো অগোছালো
লাগেনি আগে কাব্যে,
ঠিকই একদিন আমি বিহীন,
অন্যকে নিয়ে ভাববে,

বিশ্বাস বড় ঠুনকো,
সে ভাঙছে মনের আয়না,
কেউ থাকলে অস্তিত্বে,
সে কখনই হারায় না………………………………11215773_10203612733473508_4057776756712371061_n

0.00 avg. rating (0% score) - 0 votes