ফ্লোরিয়াড – বাসন্তিক ফুল মেলা ——-শফিক তপন
——————————————
ফুলের সৌরভে ভালোলাগার গৌরবে মেতেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা,
১২ই সেপ্টেম্বর থেকে ১১ই অক্টোবর ফ্লোরিয়াডে সকলের ঘোরাফেরা ।
দেশ বিদেশ থেকে মানুষ আসে শুধু ফুলের সৌন্দর্য উপভোগের জন্য,
নয়ানাভিরাম নানা ফুল দেখে দেখে ভ্রমণকারীরা যেন একেবারে ধন্য ।
————————————————–
ফ্লোরিয়াড ক্যানবেরার বাসন্তিক মেলা যেথা বাহারি ফুলের সমাহার,
গড়ে উঠেছে যেন এক পুস্পিত মোহময় স্বর্গ রাজ্যের অবারিত দ্বার ।
এক মাস ধরে দিনরাত ব্যাপী উপচে পড়ছে অগনিত মানুষের ভীর,
কমন অয়েলথ পার্কের বুক যেন মানুষের পদচারণায় হয়েছে অস্থির ।
——————————————————————
আকাশ বাতাস সুগন্ধে উঠে রনি যবে ফুলে সাঁজে মোর প্রাণ সজনী,
মনের মুকুরে শুনি যার ধ্বনি কুঞ্জ কাননে কাটে তার দিবস রজনী ।
আজি হিয়া উঠে দুলে তাই প্রাণ খুলে মন ভ্রমর লুটায় ফুলের বুকে,
তৃষ্ণার্ত হৃদয় দেখিবারে চায় কত মধু তায় আহরণে মজে চিরসুখে ।