আসবো না আর ফিরে

আসবো না আর ফিরে
____নিয়াজ মাহমুদ

ভাবছি কবে বাজবে মাদল
দুমড়ে পরে ছিড়বে ছিকল
ছুটবে আবার রক্তের ফ্লয়ারা।
রক্ত খাবে রাঘব বোয়াল
রক্ত নিয়েই খেলবে দামাল
দেখব নতুন যজ্ঞের চেহারা।

ছুটবে আবার পাগলা ঘোড়া
ঝরবে পথে কৃষ্ঞচূড়া
অসির ফলায় ঘোড়ার ক্ষুরে-ক্ষুরে।
উড়বে আবার পথের ধূলা
খেলতে জীবন-মরণ খেলা
আয়রে দামাল রনাঙ্গনে আয়রে।

ভাবছি কবে এদিন ফুরায়
দিনের শেষে আঁধার নামায়
সে’দিন কি আর দূরে?
বাজবে আবার বুলেট বোমা
রুখতে হবে ভাবছি গো মা
যাচ্ছি চলে আসবো না আর ফিরে।

0.00 avg. rating (0% score) - 0 votes