নিত্য খেলা
এম,এ,এইচ রাজু
পৃথিবীটা বড়ই কঠিন
কষ্ট এলো পাশের সবই বিলীন।
যদি এমনি কোন কষ্ট আসে মোর দুয়ারে,
বিদায় জানাইও হাসিমুখে।
তবে সুখ রবে যতদিন বর্তমান,
আমাকে ছেড়ে খুজতে যেওনা নতুন ভগবান।
তোমার পূর্বে কেউ তো এই বিদ্রোহীরে
পরাতে পারেনি শৃঙ্খল বেড়ী,
বড় উন্মাদ এই ভালবাসা যার সুভাস
চারিদিকে ছড়াছড়ি।
বড়ই অসময়ে এসে তুমি সাজিয়েছো আমার
ধরণী,
সুখ আজ নানা রঙ্গে সাজে নিজেকে প্রমাণ
করে সেও রমণী।
যেই বিদ্রোহী দূর্যোগ রাতে পথ চলতো
থমকে থমকে বিজলি চমকানিতে,
সেই পথ চলে আজ মাতঙ্গ সেজে বিরামহীন
অমাবস্যার রাতে।
ধন্যবাদ ও গো অপ্সরী বেদুঈনকে বসতি
দিতে,
তোমাকে করব ক্ষমা যদি দুঃখ এলো যেতে
চাও দুরে।