পাশাপাশি দুটি বালিশ, পাশাপাশি দুটি শরীর
দুটি নিঃশ্বাসও বায়ু পথে এক হয়
অভিন্ন সব কিছুর মাঝে
ভিন্ন শুধুমাত্র দুটি স্বপ্ন।
অশরীরীরা ছায়া স্বপ্ন নির্ঘুম মায়াজাল বুনে,
তুমি আমি এপাশ ওপাশ ফিরি
নির্বাক থাকে আমার আকুতি, ব্যাকুলতা তোমাকেও স্পর্শ করে…ফসলের ক্ষেতে হাটবার মত,গায়ে কাদা মাখিয়ে বৃষ্টির জলে ভিজবার মত…..
শিয়রে বীজ ধান তবুও অনাবাদী শস্যখেত
সাধের বীজধান গুলি বাবুই চড়াই
খুটে খুটে খায়…
দ্বিধার জালে আটকে পড়া মাছের মত ফাস বিদ্ধ, দুজনার দুটি স্বপ্ন…
নিরুচ্চারিত অভিলাষ আয়নার মত অভিমান
ভেঙ্গে কে কার আগে সামনে এসে দাড়ায়…