মহা যাত্রা

মহা যাত্রা
___নিয়াজ মাহমুদ
এমন একটা সময় ছিল
অচিন জগৎ মাঝে;
সবাই আমার পাশে ছিল
কেউ আসেনি কাজে।
এমন সময় ছিল আমার
নিশী অন্তঃপুরে;
১০ মাসের এক বাড়ি নিলাম
ক্ষুদ্র পরিসরে।
সেথায় আমি ছিলাম একা
অত্যাচারির মত;
মহামতি দেশ মাতা মোর
সে জ্বালা সহিতো।
কখনো সে যে কোঁকিয়া উঠিত
খসিত নয়ন নির;
রোদনে তাহার ভাঙিয়া পড়িত
ধৈর্য্যের প্রাচীর।
তবুও সে যে দুহাত তুলে
করিত ফরমান,
“অত্যাচারিকে ভাল রেখ মোর
মহিয়ান-গড়িয়ান।
চলে এলাম আলোর দেশে
বাঁচতে নতুন করে,
এখন আমার যেতে হবে
নিজের মতন করে।
জগতপতি একটি মুদ্রা
দিয়ে দিল মোর গাটে
করিতে হইবে বেঁচা-কেঁনা
একাকি ভবের হাটে।
দুই ঠিকানার দুইটি টিকেট
সাজানো হাটের মাঝে,
কোনটি আমি খরিদ করেছি
কিছুই বুঝিনা যে।
সাঙ্গ হবে ভবের হাটের
লেনা-দেনার খেলা;
কখনো ভাবিনি চোখের নিমেষে
কেটে যাবে এ বেলা।
হাটুরে সবারে নিকটে ডাঁকিয়া
বিদায় লইবো আমি;
অশ্রু তাদের গড়িয়া পরিবে
মায়ার কাজল চুমি।
আবার সন্ধ্যা নামিয়া আসিবে
নয়নের পাতা জুরে,
মহাযাত্রা করিবে তরি
আমার নতুন ঘরে।
জানিনা আমি কোন ঠিকানায়
ভিরিবে আমার তরী,
আমার পাশেতে থাকিও সেদিন
উম্মতের কান্ডারি।

0.00 avg. rating (0% score) - 0 votes