প্রেষ্টিজ কাহন
___নিয়াজ মাহমুদ
শহুরে বাবু এলো
আমাদের গাঁয়;
বরণ ডালা নিয়ে
আয় ছুটে আয়।
আগা-গোড়া মোড়া তার
বিলাসি কারিশমা,
বুক খোলা শার্ট তার
চোখে আটা চশমা।
ঘড়ি যেন নয় শুধু
স্বর্ণের বেড়ী,
গেঞ্জির বুকে তার
ভারতীয় নারী।
জিন্সের প্যান্ট পড়া
কোর্ট কাঁধে হাকিয়ে;
হাটতে পারেনা সে
পায়ে ধুলো মাখিয়ে।
আসে-পাশে নেই কি
রমরমা ভেহিকেল
টেম্পু খাচ্চর
ফট ফট মারে তেল।
ভোর হলে চাই শুধু
সংবাদ পত্র;
বেশি দাম কই আর
১০ টাকা মাত্র।
রুটি,মুড়ি দেখলে
গা করে গিজগিজ
ওসব খাইনা
চাই কফি,চাইনিজ।
আমি যেন অমিতাভ
হ্যান্ডসাম চেহারা;
এই গুলো মনে হয়
গুজ ভাঙা বেহাড়া।
ফুলবানু,কুলবানু
এ কেমন নাম!
অদ্ভূত দুনিয়াটা
কোথায় এলাম?
যাইনাকো কভূ কোথা
ডেটিং এর আশে;
ছোট ছোট জোঁক ভরা
সবুজ ঘাসে।
সন্ধ্যা প্রদীপ জ্বলা
টিপটিপ আঁলোতে;
কত যে লাগে ভয়
কে পাড়ে তা বলিতে।
উন্মাদ কুকুরেরে
ঘণ্টা পড়াতে
দশ বাড়ি ধাওয়া করে
কুকুর কে ধরিতে।
কুকুরের সে কামড়
নয়তো ভূলবার;
পেট ভরা প্রেষ্টিজ
হয়ে গেল পাঞ্চার।
[লেখাটি রম্য]
মানুষের মনুষ্যত্ব দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।