বলার অপেক্ষা

কখনও বলা হয়নি যে কথা
পেড়িয়ে গেল যুবুথুবু শীত আঙ্গিনায় দাড়িয়ে
গায়ে রৌদ্র মাখিয়ে একা…
বসন্তের বর্ণ মুখর পকৃতি একে একে
বইয়ের পৃষ্ঠার মত পেড়িয়ে গেছে সময়
নান্দনিক পকৃতির মাঝে ছনদহীন আমি
তবুও একা..
চৈতালি দপুর উদাসী সময়
মন-পবনের খেয়ালি খেলা চলে
তবুও আমি একা…
বৈশাখী খরতাপের রূদ্র প্রহরে
স্বচছ জলের মাঝে তাকিয়ে দেখি
কেউ নেই পাশে
শুধুই একা….
তোমাকে ছুয়েছে যে আকাঙ্খা
তোমায় দেখেছে যে তৃষঞা
মন ভালবাসে তোমায়
শুধু বলার অপেক্ষা…..

0.00 avg. rating (0% score) - 0 votes