তুমি আর এলে না
সবুজ আহমেদ কক্স
আদিনাথের আদি গুহায় বসে আছি প্রতীক্ষায়
এলে না তুমি কোনো দিন কোনো মুহুতে
প্রতিক্ষায় পথ না ফুরায়
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত
ঋৃতুচক্রে ষড়ঋৃতু ঘুরে ঘুরে আসে যায়
তুমি আর এলে না
এলে না
ভালোবাসার ঘরে
ভালোবাসার পথে