বিষাদের ছায়া
—————-
সয়ে যেতে হবে সবই বৈরীতা যাই হোক,
ছায়ার বদলে মেঘেদের কটাক্ষ এক পশলা
বৃষ্টি রৌদ্রের পুর্বাভাস ছিল ঠিকই..
অনভিপ্রেত প্রকৃতি অনভিপ্রেত ভালোবাসা
অশনি সংকেতের কাছে সব কিছু মমত্বহীন
বিবর্ন রঙধনু রঙধনুর ছায়া..
চেনা প্রকৃতি চেনা সবকিছুই অপরিচিত হতে থাকে ঢেকে যাওয়া নক্ষত্রের সম্মোহিত
আধারের ধৃষ্টতায়..
জীবন নিঃসঙ্গ হলে ভালোবাসা অপয়া
মর্যাদাহীন হয়ে ঢাকা পরে আবেগের মুল্যবোধ
সয়ে যাওয়া জীবন আলোহীন থাকুক
আবেগী যত চাওয়া…
আমার মাঝে কোন শুন্যতা বোধ নেই
শুধু বিষাদের ছায়া…..।