হাজার বছর হাঁটতে আমি পারব না,
পারব না লিখতে ইনিয়ে বিনিয়ে-
এক গুচ্ছ প্রেমের কবিতা।
দূরের দেখায় তৃপ্ত হতে পারব না,
বড়শি ফেলব না নদীতে।
প্রেমিকা,তোমায় চাই আমি
নিশার আঁধারে,
যৌবনদীপ্ত বুকে
দুটি ঠোঁটের ফাঁকে।
হাজার বছর হাঁটতে আমি পারব না,
পারব না লিখতে ইনিয়ে বিনিয়ে-
এক গুচ্ছ প্রেমের কবিতা।
দূরের দেখায় তৃপ্ত হতে পারব না,
বড়শি ফেলব না নদীতে।
প্রেমিকা,তোমায় চাই আমি
নিশার আঁধারে,
যৌবনদীপ্ত বুকে
দুটি ঠোঁটের ফাঁকে।